মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশজুড়ে কভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থাকলেও টিকা নেয়া পর্যটকদের জন্য আরো তিনটি গন্তব্য খুলে দিয়েছে থাইল্যান্ড। পর্যটকদের ভ্রমণে স্বাগত জানানোর জন্য সামুই, টাও ও ফাঙ্গান দ্বীপ খুলে দেয়া হয়েছে। মূলত করোনা-পরবর্তী সময়ে দেশের পর্যটন খাত পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জুলাইয়ের ১ তারিখ থেকে থাইল্যান্ড তাদের স্যান্ডবক্স প্রকল্প চালু করে। এর অংশ হিসেবে যেসব পর্যটক ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা ফুকেট দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। এসব ভ্রমণকারীর জন্য কোনো কোয়ারেন্টিন বিধি রাখা হয়নি। তবে কোনো পর্যটক দুই সপ্তাহের আগে ফুকেট ত্যাগ করতে পারবেন না বলেও জানা যায়। সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের সামুইয়ের যেকোনো নির্ধারিত হোটেলে এক সপ্তাহ অবস্থান করতে হবে। পরবর্তী সপ্তাহে চারদিনের মাথায় তারা হোটেল ত্যাগ করতে পারবেন। টাও ও ফাঙ্গানে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের করোনার নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। দ্বীপ তিনটি খুলে দেয়া হলেও দেশটির বাকি অংশ ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে। দেশটিতে এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের সংখ্যা ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।