Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ৮৬ শতাংশ ভারতীয়, মৃত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

আসছে করোনার তৃতীয় ঢেউ! আশঙ্কায় দিন গুনছে গোটা ভারত। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ভয় ধরিয়েছে করোনার ভারতীয় ডেলটা ভ্যারিয়্যান্ট। জানা যাচ্ছে, ভারতে অধিকাংশ করোনা আক্রান্ত ডেলটা ভ্যারিয়্যান্টে সংক্রমিত হয়েছেন। আইসিএমআর-এর এক গবেষণায় দেখা গেছে, দেশে অধিকাংশ করোনা আক্রান্ত, যারা সংক্রমিত হওয়ার আগে কমপক্ষে ভ্যাকসিনের একটা ডোজ নিয়েছেন, তারা ডেলা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন।
তবে ভ্যাকসিন নেওয়ার পর যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মৃত্যুর হার কম। গবেষণার জন্য প্রায় ৬৭৭ জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করা হয়। ৬৭৭ জন কোভিড রোগীর মধ্যে ৭১ জন কোভ্যাক্সিন নিয়েছেন। বাকি ৬০৪ জন কোভিশিল্ড ভ্যাকসিন নেন। তাদের মধ্যে দু’জন চীনের সিনোফার্ম ভ্যাকসিন নিয়েছেন।
ওই গবেষণায় দেখা গেছে, ভারতে প্রায় ৮৬.০৯ শতাংশ সংক্রমিত রোগীই ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন। ৯.৮ শতাংশ কোভিড পজিটিভ রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা ছিল। ৬৭৭ জনের মধ্যে ৪৮২ জনের দেহে উপসর্গ ছিল। ৬৭৭ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে, ভারতে তৃতীয় ঢেউ ঠিক কবে নাগাদ আছড়ে পড়বে, এ নিয়ে নানা মুনির নানা মত। বিশ্বের অনেক দেশে তৃতীয় ঢেউয়ের যে আঁচ পড়ছে সে ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ প্রেক্ষিতে ভারতে তৃতীয় ঢেউ ঠিক কবে আছড়ে পড়বে, সে ব্যাপারে জানিয়ে দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অতিমারি বিশেষজ্ঞ ডা. সমীরণ পান্ডা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, আগস্টের শেষেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। তবে দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না তৃতীয় ঢেউ।
গত সোমবার এক প্রেস বিবৃতিতে আইএমএ জানিয়েছে, ‘অতিমারির ইতিহাস ঘেঁটে বলা যায়, তৃতীয় ঢেউ অনিবার্য এবং আসন্ন...তবে যন্ত্রণার কথা হল যে, দেশের বিভিন্ন অংশে মানুষ কোভিড বিধি না মেনেই জমায়েত করছেন। পর্যটকদের আনন্দ, তীর্যযাত্রীদের ভ্রমণ সবেরই প্রয়োজন রয়েছে। কিন্তু, কয়েক মাসের জন্য তার অপেক্ষা করা যেতে পারে। ভ্যাকসিন না নিয়েই কোভিডবিধি ভেঙে এভাবে জমায়েত করলে কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ