মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সঙ্গে থাকা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্ত দখল করে নিয়েছে তালেবান। পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের পাশ থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তালেবান যে বর্ডার ক্রসিং দখল করেছে সেখান দিয়েও সব আটকে দিয়েছে পাকিস্তান। এ খবর দিয়েছে আল-জাজিরা।
পাকিস্তানের স্থানীয় সরকারের কর্মকর্তা আরিফ কাকার বলেন, আফগান সীমান্তে তালেবানের উপস্থিতি লক্ষ্য করেছেন তারা। তবে সেখানে আফগান নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নেই। তাই পাকিস্তান এই সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে। কোনো পণ্য বা মানুষ চলাচলের সুযোগ নেই আর।
রয়টার্স জানায়, তালেবান যোদ্ধাদের কাছে বুধবার সরকারি বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে ডুরান্ড লাইনে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ হারিয়েছে আফগান সরকার।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা পাকিস্তানের সাথে ডুরান্ড লাইন সীমান্তের পাশে অবস্থিত কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় একটি শহর পতনের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে সোমবার তাজিকিস্তান সীমান্ত এলাকা দখলের পর আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চীনের পাশে দেশটির একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
এছাড়া বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায় বলে জানা গেছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।