Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চীনে হোটেল ভবন ধসে নিহত ৮, নিখোঁজ বহু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চীনে হোটেল ধসে অন্তত আটজন মারা গেছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেলে চীনের পূর্ব শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর জানিয়েছিল। তবে মঙ্গলবার রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, একাধিক মালিকানায় থাকা ভবনটি ৩০ বছরের পুরোনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল। উদ্ধারকারী দল দ্রæত ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্ত‚প থেকে সাতজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারের জন্য ৬০০ কর্মীকে পাঠানো হয়েছে, গেছে ১২০টি গাড়িও। তার সঙ্গে রয়েছে ক্রেন, ল্যাডার এবং উদ্ধারকারী কুকুরের দল। ধ্বংসস্ত‚পের নিচে এখনো ২৪ জন চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হোটেলটি কেন ভেঙে পড়ল তা জানায়নি কর্তৃপক্ষ। শুধু বলা হয়েছে, তদন্ত চলছে। সাংহাই থেকে ১০০ কিলোমিটার দূরে ঐতিহাসিক সুঝাউ শহরে ১২ মিলিয়নের বেশি মানুষ বসবাস করে। পিপলস ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ