মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় গোটা আফগানিস্তান জুড়েই দাপট দেখাতে শুরু করেছে তালেবানরা। তাদের যোদ্ধারা এখন কান্দাহারেও প্রায় পৌঁছে গেছে। এমতাবস্থায় পরিস্থিতি বিবেচনা করে, কান্দাহার থেকে প্রায় ৫০ জন কূটনীতিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের ফিরিয়ে আনল ভারত। বিমানবাহিনী এয়ারলিফ্ট করে এসব কর্মকর্তাকে নিয়ে এসেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, গত শনিবার ভারতীয় কূটনীতিক, নিরাপত্তা আধিকারিক ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ সদস্যদের একটি টিমকে ফিরিয়ে আনতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান পাঠানো হয়েছিল।
জানা গেছে, কান্দাহারে ভারতীয় কনস্যুলেট ও দূতাবাস বন্ধ করার কোনো পরিকল্পনা আপাতত ভারতের নেই। তবে কর্মকর্তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাদের ফিরিয়ে আনা হয়েছে। ভারত আফগানিস্তানের পরিস্থিতির দিকে কড়া ভাবে নজর রাখছে।
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা। মার্কিন সেনা সরতেই দ্রুত আফগানিস্তানের বেশিরভাগ অংশের দখল নিচ্ছে তালেবানেরা। গত শুক্রবার তালেবানদের তরফে জানানো হয়েছে, দেশের ৮৫ শতাংশ এলাকা রয়েছে তাদের দখলে।
তালেবানদের দাবি, দেশের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০টি জেলা তারা দখল করে নিয়েছে। গত সপ্তাহে তাজিকিস্তান এবং উজবেকিস্তান সংলগ্ন সীমান্তবর্তী এলাকা দখলের পর গত বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী এলাকা তারা দখল করেছে বলে দাবি। তাদের বক্তব্য, ইরান সীমান্ত লাগোয়া ইসলাম শহর পুরোপুরিভাবে তাদের দখলে রয়েছে। তবে তালেবানদের এ দাবি যাচাই করার কার্যত কোনো উপায় নেই।
কাবুলের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, লড়াই এখনও চলছে। আফগান আভ্যন্তরীণ মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, তালেবান অধিকৃত একাধিক এলাকা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে আফগান সেনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, তালেবানদের হাত থেকে দখল হওয়া এলাকা আফগান সেনা উদ্ধার করতে না পারলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আফগান সেনার পক্ষে যে কাজটা মোটেও জলবৎতরল না, তা বুঝতে পারছেন সকলেই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।