মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার কাছে ভারতের উদ্বেগ তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানে সহিংসতা হ্রাসের আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিহিত রয়েছে।
মস্কোতে তার রাশিয়ার সমকক্ষ সের্গেই লাভরভের সাথে বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘যারাই আফগানিস্তানের শাসন করুক না কেন তাদের একটা বৈধতা থাকা দরকার। ভারত ও রাশিয়া স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আফাগানিস্তান গড়ার পক্ষে রয়েছে।’
আফগানিস্তান ইস্যুতে এবার রাশিয়ার সঙ্গে আলোচনা ভারতের। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনদিনের সফরে রাশিয়া গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আফগানিস্তান ইস্যুতে তাঁদের দীর্ঘ আলোচনা হয়েছে। আফগানিস্থানের সন্ত্রাস কমানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন জয়শঙ্কর। মস্কোতে যৌথ সাংবাদিক বৈঠকেও তারা তাদের মতামত পেশ করেন।
এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘আফিগানিস্তানের অন্দরে ও আফগানিস্তানের চারপাশে যদি শান্তি দেখেন তবে সেটাই ভারত ও পাকিস্তানের কাছে খুব গুরুত্বপূর্ণ। মূলত উন্নয়ন ও আর্থিক বিকাশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।’ এদিকে ইতিমধ্যেই তালিবানরা আফগানিস্তানের একটা বড় অংশ দখলে নিয়েছে। জয়শঙ্করের দাবি, ‘যারাই আফগানিস্তানের শাসন করুক না কেন তাদের একটা বৈধতা থাকা দরকার। ভারত ও রাশিয়া স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আফাগানিস্তান গড়ার পক্ষে রয়েছে।’
পাশাপাশি সিরিয়া, লিবিয়া, ইরানের পরিস্থিতি নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। প্রসঙ্গত এসব এলাকার প্রতি ভারত ও রাশিয়া দু’পক্ষেরই আগ্রহ রয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, আন্তর্জাতিক স্বার্থে এসব এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা অত্যন্ত দরকার। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।