Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বৈধতা থাকা দরকার আফগানিস্তান শাসনকারীদের

রাশিয়ার সঙ্গে আলোচনায় ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার কাছে ভারতের উদ্বেগ তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানে সহিংসতা হ্রাসের আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিহিত রয়েছে।
মস্কোতে তার রাশিয়ার সমকক্ষ সের্গেই লাভরভের সাথে বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘যারাই আফগানিস্তানের শাসন করুক না কেন তাদের একটা বৈধতা থাকা দরকার। ভারত ও রাশিয়া স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আফাগানিস্তান গড়ার পক্ষে রয়েছে।’

আফগানিস্তান ইস্যুতে এবার রাশিয়ার সঙ্গে আলোচনা ভারতের। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনদিনের সফরে রাশিয়া গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আফগানিস্তান ইস্যুতে তাঁদের দীর্ঘ আলোচনা হয়েছে। আফগানিস্থানের সন্ত্রাস কমানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন জয়শঙ্কর। মস্কোতে যৌথ সাংবাদিক বৈঠকেও তারা তাদের মতামত পেশ করেন।
এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘আফিগানিস্তানের অন্দরে ও আফগানিস্তানের চারপাশে যদি শান্তি দেখেন তবে সেটাই ভারত ও পাকিস্তানের কাছে খুব গুরুত্বপূর্ণ। মূলত উন্নয়ন ও আর্থিক বিকাশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।’ এদিকে ইতিমধ্যেই তালিবানরা আফগানিস্তানের একটা বড় অংশ দখলে নিয়েছে। জয়শঙ্করের দাবি, ‘যারাই আফগানিস্তানের শাসন করুক না কেন তাদের একটা বৈধতা থাকা দরকার। ভারত ও রাশিয়া স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আফাগানিস্তান গড়ার পক্ষে রয়েছে।’

পাশাপাশি সিরিয়া, লিবিয়া, ইরানের পরিস্থিতি নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। প্রসঙ্গত এসব এলাকার প্রতি ভারত ও রাশিয়া দু’পক্ষেরই আগ্রহ রয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, আন্তর্জাতিক স্বার্থে এসব এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা অত্যন্ত দরকার। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • আরিফ ১২ জুলাই, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    আমেরিকার সাথে দোহা চুক্তির মধ্য দিয়ে তালেবানের পরোক্ষ বৈধতা অর্জিত হয়েছে।
    Total Reply(0) Reply
  • Abdullah Mammun ১২ জুলাই, ২০২১, ৬:৪৪ এএম says : 0
    রাম রাজনীতিরও বৈধতা থাকা দরকার। রাম ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা ঠিক নয়। যা ভারতের মোদী সরকার ও দোসররা করছে অনৈতিকভাবে।।
    Total Reply(0) Reply
  • Dadhack ১২ জুলাই, ২০২১, ১০:১৪ পিএম says : 0
    রাশিয়া ভারত কাফেরদেরকে কে অনুমতি দিয়েছে আফগানিস্থানে নাক গলানোর আফগানিস্থান শাসন করবে তালেবানরা কোরআন দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে এবং মানুষকে একটা বিধান দিয়েছে আর সেই বিধান হচ্ছে কোরআন....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ