Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মোদিকে গরুর পিঠে চড়িয়ে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভারতের পশ্চিমবঙ্গের বিজয়গড়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল বসিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় নাগরিকরা। দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকে গত শনিবার থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন। অন্যদিকে ট্রাকে খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের পরিবহন দাম। পাশাপাশি জ্বালানি তেলের দামের সাথে পাল্লা দিয়ে হঠাৎ বেড়ে গেছে সিলিন্ডার গ্যাসের দামও। যা সাধারণ নাগরিকদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিয়েছে, যা মেনে নিতে পারছেন না কেউই। এসব ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এতে পশ্চিমবঙ্গের জনতা যেন আরও তেতে উঠেছে। শুরু করেছেন অভিনব পন্থায় প্রতিবাদ-বিক্ষোভ। আমডাঙ্গায় ঠেলাগাড়িতে মোটরসাইকেল নিয়ে মিছিল, নদীয়ায় গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ, দক্ষিণ কলকাতায় গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ, ক্যানিংয়ে গ্যাসের খালি সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল এমনকি বিজয়গড়ে গরুর পিঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল বসিয়ে মিছিল করতে দেখা গেছে। এসব বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতার কুশপুতুল দাহ করা হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দামি কমানোর দাবি জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম কমলে ভারতেও কমবে। বরং তিনি জ্বালানি তেলে রাজ্য সরকারের আরোপিত কর কমানোর দাবি জানান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার (১০ জুলাই) কলকাতায় আগের দিনের তুলনায় ৩৯ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রল ১০১.০১ রুপিতে বিক্রি হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৩২ পয়সা বেড়ে ৯২.৯৭ রুপিতে বিক্রি হয়েছে। রাজধানী দিল্লিতে এই দাম যথাক্রমে পেট্রল ১০০.৯১ রুপি এবং ডিজেল ৮৯.৮৮ রুপিতে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, তেলসহ স্পর্শকাতর রাজনৈতিক সম্পর্ক নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রকাশ্য মতভেদের পর জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অনিশ্চয়তায় গত ছয় বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই সূত্র ধরে, ভারতীয় তেল বিপণন সংস্থাগুলো দেশটির বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে ভারতের বাজারে ১৩ বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত পেট্রলের দাম প্রায় ১৯.৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ২১ শতাংশ বাড়ানো হয়েছে। এবিপি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

 



 

Show all comments
  • Nayeemul ১২ জুলাই, ২০২১, ৫:১০ এএম says : 0
    Goru khaoano hok modike. Chorer moto goru khai. Ebar Prokashey khaoano hok.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ