Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রয়ণ প্রকল্পে এক শতাংশও অনিয়ম হয়নি : ওবায়দুল কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৫:৩১ পিএম

আশ্রয়ণ প্রকল্প নিয়ে সমালোচনা হলেও এই প্রকল্পের এক শতাংশেও অনিয়ম হয়নি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। করোনা মহামারিতে বিরোধী দল মানুষের পাশে দাঁড়াচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‌‘বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই।’

অক্সিজেন ও করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, কোথাও সমন্বয়ের অভাবে অক্সিজেন সংকট হতে পারে। তবে দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম-শহর কোথাও সতর্কতা নেই। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশেও যারা এভাবে অনিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • জাহাঙ্গীর আলম ১১ জুলাই, ২০২১, ৮:১৫ পিএম says : 0
    সত্য বলেছেন ১% হয়নি,উনি বোজাতে চেয়েছেন ৮০% ই অনিয়ম হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্রয়ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ