Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে কাবুল বিমান বন্দরের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১০:৪৩ এএম

যখন বিদেশী সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে তখন তুরস্কের সেনারা কাবুল বিমান বন্দরের দায়িত্ব নিতে যাচ্ছে। বর্তমানেও তারা সে দায়িত্ব পালন করছে। তবে তালেবানরা প্রথম দিকে এর বিরোধীতা করলেও এখন তাদের সুর অনেকটাই নরম।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন রিসেপ তায়িপ এরদোয়ান।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুই দেশের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে ফোনে আলাপ করে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে আলাপকালে আমরা একটা সিদ্ধান্তে এসেছি-কী করব, কী করব না।’

এরদোয়ান জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এ বিষয়ে ফোনে আলাপ করেছেন। তুরস্কের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিদেশি কূটনৈতিক এবং রাজনীতিবিদরা এই কাবুল বিমান বন্দর ব্যবহার করেই আফগানিস্তানে যাওয়া-আসা করেন।

যুক্তরাষ্ট্র দেশটি থেকে তাদের সেনা প্রত্যাহার করছে। শুধুমাত্র দূতাবাসের নিরাপত্তায় ৬০০ সেনা থেকে যাবে।

২০০১ সালে মার্কিন হামলায় তৎকালীন তালেবান সরকারের পতন ঘটলে ন্যাটো জোটের অধীনে দেশটিতে কয়েকশ’ সেনা মোতায়েন করে তুরস্ক। তখন থেকে গত ২০ বছর দেশটিতে শত শত তুর্কি সেনা মোতায়েন ছিল।

তবে কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্বে তুরস্ক বা কোনো বিদেশি শক্তিকে দেখতে চায় না তালেবান।



 

Show all comments
  • Mahmudul Hasan ১১ জুলাই, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    মনে হচ্ছে কাবুল বিমান বন্দরটা যুক্তরাষ্ট্রের বাপ-দাদর যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে তুরস্ক!
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ১১ জুলাই, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    তুরস্ক এখন যে দিকে হাটছে এটা দুঃখজনক
    Total Reply(0) Reply
  • পাবেল ১১ জুলাই, ২০২১, ১:০০ পিএম says : 0
    এটা কাশ্মীর নিলামের মত। ব্রিটিশরাও কাশ্মীরটাকে এভাবে হিন্দুদের কাছে বিক্রি করেছিল। তার মানে কাবুল বিমানবন্দর নিয়ে আমেরিকা কাশ্মীরের মত একটা চাল চেলে গেছে।
    Total Reply(0) Reply
  • Afran Hossain ১১ জুলাই, ২০২১, ১:০১ পিএম says : 0
    Turkey er kopal a dukkho asy
    Total Reply(0) Reply
  • Habib Khan ১১ জুলাই, ২০২১, ১:০১ পিএম says : 0
    Vul decision nilo Turki
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ