মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের কান্দাহারের গভর্নর রুহুল্লাহ খানজাদা বলেছিলেন, আমি কান্দাহারের বাসিন্দাদের নিশ্চয়তা দিচ্ছি, আমরা যতক্ষণ জীবিত আছি তালেবানকে শহরের ভেতরে ঢুকতে দেব না। শুক্রবার তিনি এ ঘোষণা দেন। তার এ ঘোষণার পরদিন শনিবার সকালেই প্রদেশের দামান জেলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ ৩ জন।
পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, গতকাল আফগানিস্তানের কাবুল এবং কান্দাহার প্রদেশে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে। কাবুলের পুলিশ এক বিবৃতিতে জানায়, কাবুলের ৮ নম্বর জেলার তপা-ই-কারতে নাও এলাকায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে, কান্দাহার প্রদেশের দামান জেলায় শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। যারমধ্যে পুলিশের দুই সদস্যও রয়েছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, দামান জেলার গভর্নর পীর মোহাম্মদকে বহন করা গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। তবে পীর মোহাম্মদ সুস্থ আছেন। এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।
এর আগে শুক্রবার সকালে তালেবানের যোদ্ধারা কান্দাহার শহরে হামলা চালিয়ে দুটি পুলিশ চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয়। কিন্তু নিরাপত্তাবাহিনীর সদস্যরা দাবি করছেন, তাদের প্রতিরোধের কারণে তালেবান যোদ্ধারা অগ্রসর হতে পারেননি।
এরপর কান্দাহারের গভর্নর রুহুল্লাহ খানজাদা বলেছিলেন, এটা (তালেবানের হামলা) এখানে বড় কোনো সমস্যা নয়। আমি কান্দাহারের বাসিন্দাদের নিশ্চয়তা দিচ্ছি। আমরা যতক্ষণ জীবিত আছি তালেবানকে শহরের ভেতরে ঢুকতে দেব না। ইতোমধ্যে প্রদেশের ১০টিরও বেশি জেলা তালেবান দখলে নিয়েছে বলে জানানো হয় খবরে। সূত্র : টোলো নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।