Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপুরের শ্রীবরদীতে গাছের চাপায় এক শিশুর মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৫:০১ পিএম

শেরপুরের শ্রীবরদীতে গাছের চাপায় পড়ে লালন মিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার তিনআনী ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মৃত নুরল ইসলামের ছেলে। গাছ কাটার সময় ওই শিশুর ওপর কাটা গাছ পড়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীবরদীর তিনআনী ছনকান্দা গ্রামে মৃত হুরমুজ আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে আলাল মিয়ার সাথে পার্শ্ববর্তী জাকির মিয়ার জমি ও গাছ নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আলাল মিয়া বিরোধ পূর্ন কয়েকটি একাশি গাছ বিক্রি করে দেয়। আজ শনিবার সকাল ১০টার দিকে গাছের পাইকার ও করাত কলের শ্রমিকরা গাছ কর্তন করে। এ সময় গাছ কর্তনরত করা অবস্থায় গাছের পাশ দিয়ে লালন মিয়া যাওয়ার সময় তার ওপর গাছটি পড়ে যায়। এতে ওই শিশুর মাথা ও বুকের ওপর প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত ডা. আসাদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ