মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত শুক্রবার মস্কোতে তালিবানদের একটি প্রতিনিধিদল বলেছে, তারা প্রাদেশিক রাজধানীগুলিতে আপাতত আক্রমণ করবে না। যদিও এমন খবর প্রকাশিত হয়েছে যে তালিবান গোষ্ঠী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রাজধানীতে আক্রমণ চালিয়েছিল।
কান্দাহারের পুলিশ বাহিনী জানিয়েছে, তাদের সঙ্গে পুলিশ বাহিনীর আরও সদস্য যোগ দেয়ার কারণে তারা আক্রমণটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। আফগান টিভিতে সরাসরি সম্প্রচারিত মস্কোর এক সংবাদ সম্মেলনে তালিবান প্রতিনিধি দলের নেতা শাহাবুদ্দিন দেলাওয়ার বলেন, রক্তপাত রোধ করতে শহরগুলিতে এখন আক্রমণ এড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভিওএ-কে বলেন, এ বিষয়ে আমি কেবলমাত্র এটিই বলতে পারি যে বর্তমানে প্রথম পর্যায়ে জেলাগুলির দিকে মনোনিবেশ করা হচ্ছে এবং খোদা চাইলে আমরা শহরগুলির জন্য দ্বিতীয় একটি পরিকল্পনা করবো।" জনসংখ্যা এবং অবকাঠামোকে ধ্বংস থেকে রক্ষা করতেই এই দ্বিখণ্ডন বলে ভিওএকে জানান মুজাহিদ। সূত্র : ভোয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।