বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লার জামতলায় নির্মাণধীন একটি সাততলা ভবন থেকে পরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত নির্মাণ শ্রমিক হলো চাপাই নবাবগঞ্জ জেলার সদর থানার শিমুলতলার জাদিপুরের রুহুল আমিনের পুত্র আব্দুর রহিম(৪০)।ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জুলাই) রাতে ফতুল্লার জামতলাস্থ মসজিদ গলিতে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস,এম শামীম জানান,সংবাদ পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান।পরে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে তিনি জানতে পারেন যে,নিহত আব্দুর রহিম নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক ছিলো।সে নির্মানাধীন ভবনে থেকে সেখানেই কাজ করতো।
নিমাণাধীন ভবনের জমির মালিক হচ্ছেন কিসমত নামের এক ব্যক্তি। সে নির্মান কাজটি রিপন নামক এক ডেপলাপারের নিকট দিয়ে দেন।রিপন আবার তা স্থানীয় হিরু সহ একাধিক জনকে ভবনটি নির্মাণের জন্য চুক্তিতে দেয়।তাদের হয়ে কাজ করতো নিহত আব্দুর রহিম।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি জানান,বুধবার রাত সাড়ে আটটার দিকে নির্মাণাধীন ভবনের ভিতরের ভয়েট (দু- তিন ফুট ফাঁকা জায়গা) পার হওয়ার সময় পরিধেয় লুঙ্গির সাথে পা পেচিয়ে নিচে পরে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।