Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০টি আফগান জেলা এখন তালেবানদের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১:০৬ পিএম | আপডেট : ১:১২ পিএম, ৭ জুলাই, ২০২১

আফগানিস্তানের ৩৮৮টি জেলার মধ্যে অন্তত ৮০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। এর আগে বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছিল আফগান সরকার। খবর পার্সটুডের।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনও কোনও জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনও কোনও জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতন হয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়। তবে এই প্রথম দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করলেন। তালেবান অবশ্য ১৫০টির বেশি জেলা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে।

এদিকে দেশটির নিরাপত্তা বাহিনী গত দুই সপ্তাহে ১৪ জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে দাবি করে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেয়ার কোনও পরিকল্পনা কাবুল সরকারের নেই।

তিনি বলেন, তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পন করবো তাহলে আগামী ১০০ বছরেও তাদের সেই আশা পূরণ হবে না। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আফগান জনগণের এই জল্পনা জোরেসোরে প্রচারিত হচ্ছে যে, আশরাফ গনি সরকার বিনা যুদ্ধে একের পর এক জেলা তালেবানের হাতে তুলে দিচ্ছে।



 

Show all comments
  • Md Nadim Hossain ৭ জুলাই, ২০২১, ৬:৩১ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ!
    Total Reply(0) Reply
  • HM Minhaz Khan ৭ জুলাই, ২০২১, ৬:৩২ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ, অচিরেই পুরো দেশকে দখল করে ইসলামি খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • খালিদ বিন ওয়ালিদ ৭ জুলাই, ২০২১, ৬:৩৫ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ তালেবান আবার ক্ষমতায় আসবে।ইনশাআল্লাহ ।
    Total Reply(0) Reply
  • Abdul Wadud Choudhury ৭ জুলাই, ২০২১, ৬:৩৭ পিএম says : 0
    তালেবান ভাই আপনারা সুন্দর ভাবে দেশ শাষন করুন কঠিন আচরন থেকে বিরত থাকুন বিশ্বে উদহারন সৃষ্টি করুন
    Total Reply(0) Reply
  • Mortooz Ali Laskar ৭ জুলাই, ২০২১, ৬:৩৭ পিএম says : 0
    If so ,why the American NATO went there for 18 yrs ,what's the outcome and consequence ..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ