Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতেই পালিয়ে গেল মার্কিন বাহিনী

আফগানিস্তানের কমান্ডারকে জানায়নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ বছর পর মার্কিন বাহিনী আফগানিস্তানের বাগরাম এয়ারফিল্ডের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে আফগান কমান্ডারকে অবহিত না করে চলে গেছে। তাদের প্রস্থানের দুই ঘণ্টারও বেশি সময় পর ঘটনাটি আবিষ্কৃত হয়। আফগান বাহিনী বলেছে, এক রাতের মধ্যেই তারা এ এলাকার বহির্ভাগে টহলে থাকা আফগান সৈন্যদের কিছু না বলে যেভাবে চলে গেছে, তাতে তারা গত ২০ বছরের সমস্ত সুনাম হারিয়েছে।

এরপর সোমবার আফগানিস্তান থেকে আমেরিকায় ৯/১১-এর হামলার অপরাধী আল-কায়দা এবং তালেবানদের নির্মূল করতে আমেরিকার যুদ্ধের মূল ঘাঁটিটি আফগান সেনাবাহিনী গণমাধ্যমের কাছে উন্মুক্ত করে দেয়। বাগরামের নতুন কমান্ডার জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি বলেন, ‘আমরা কিছু গুজব শুনলাম যে, আমেরিকানরা বাগরাম ছেড়ে চলে গিয়েছিল এবং অবশেষে সকাল সাতটা অবধি আমরা বুঝতে পারলাম যে, ইতোমধ্যে তারা বাগরাম ছেড়ে চলে গেছে।’

তালিবান অধ্যুষিত হেলমাদ ও কান্দাহার প্রদেশে ১০ বছর দায়িত্ব পালনকারী সৈনিক আব্দুর রঊফ জানিয়েছেন, ‘শুক্রবার মার্কিন বাহিনীর নীরব প্রস্থানের ২০ মিনিটের মধ্যেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং এলাকাটি অন্ধকারে নিমজ্জিত হয়।’ আফগান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনাবাহিনী রাজধানী কাবুল থেকে প্রায় এক ঘণ্টার পথ অতিক্রম করে বিমান ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিতে পারার আগেই লুটেরাদের একটি দল সেখানে হামলা করে এবং ব্যারাকের পর ব্যারাক তছনছ করে দেয়।

মার্কিন বাহিনীর ফেলে যাওয়া সরঞ্জামগুলোর মধ্যে কয়েকশো সাঁজোয়াসহ হাজার হাজার বেসামরিক যান রয়েছে। কোহিস্তানি বলেন যে, মার্কিন বাহিনী তাদের জন্য ছোট ছোট হালকা অস্ত্র এবং সেগুলোর জন্য কিছু গোলাবারুদ রেখে গেছে। তবে বিদায়ী সেনারা তাদের সাথে ভারী অস্ত্র নিয়ে গিয়েছে। আফগান সামরিক বাহিনীর জন্য তারা অস্ত্রগুলো রেখে যায়নি এবং সেগুলোর গোলাবারুদও তারা চলে যাওয়ার আগেই ধংস করে দিয়েছে।
এদিকে, উত্তর আফগানিস্তানে জেলার পর জেলা দখল করে নিচ্ছে তালিবানরা। মাত্র দু’দিনে কয়েকশ’ আফগান সেনা বিদ্রোহীদের সাথে লড়াইয়ের পরিবর্তে সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে। গত সপ্তাহে, বেশিরভাগ ন্যাটো সেনা আফগানিস্তান ত্যাগ করেছে। তবে, আফগানিস্তানে তুরস্কের নির্মানাধীন কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর রক্ষার চুক্তি শেষ না হওয়া অবধি অবশিষ্ট মার্কিন সেনারা সেখানে অবস্থান করবে। সূত্র : এপি।



 

Show all comments
  • Redwan Ahmed ৭ জুলাই, ২০২১, ১:৪১ এএম says : 0
    পরাজিতরা তো পালাবেই! পালিয়ে জীবন বাঁচাইছে!
    Total Reply(0) Reply
  • Sanjida Akter ৭ জুলাই, ২০২১, ১:৫৪ এএম says : 0
    পালিয়ে যায় নি, তারা সব সম্পদ লুট করে নিয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • Nurul Huda ৭ জুলাই, ২০২১, ১:৫৫ এএম says : 0
    যাদের কাছে মার্কিন ও নেটো সেনারা আত্মসমর্পণ করেছে তাদের জন্য আফগান বাহিনী নিতান্তই ছেলে খেলা। তাছাড়া এই তাবেদার সরকারের উচিত অচিরেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। এই আফগান সেনাবাহিনীকে আবার ঢেলে সাজাতে হবে। এরা পশ্চিমা গোলামীর জিঞ্জির থেকে এখনো নিজেদের মুক্ত করতে পারে নাই।
    Total Reply(0) Reply
  • Rakib Uddin ৭ জুলাই, ২০২১, ১:৫৮ এএম says : 0
    না পালিয়ে উপায় কি। নাক খত দিয়েই আমেরিকাকে বিদায় নিতে হল। ভবিষ্যতে আরও পালাতে হবে।
    Total Reply(0) Reply
  • Azad Khan ৭ জুলাই, ২০২১, ১:৫৯ এএম says : 0
    তালেবানরা অন্তত কাল দরে যুদ্ধ চালিয়ে যাবে,তবুও আমেরিকার দখল দারীত্ব মেনে নেবেনা,ঈমানী শক্তি কি বিশ্ববাসী দেখুন
    Total Reply(0) Reply
  • Aminul Islam ৭ জুলাই, ২০২১, ১:৫৯ এএম says : 0
    শেষে হার মানতে বাধ্য হল আমেরিকা
    Total Reply(0) Reply
  • MD Ratul Hasan ৭ জুলাই, ২০২১, ২:০০ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Rafiqul Chowdhury ৭ জুলাই, ২০২১, ৬:৩৯ এএম says : 0
    আল্লাহ্‌ রহমতে ইসরাইলেও একই পরিস্তিতি হবে । শুধু সঠিক সময়ের অপেক্ষা ।
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ৭ জুলাই, ২০২১, ৭:৪৪ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Md. Wahiduzzaman ৭ জুলাই, ২০২১, ১০:১৭ এএম says : 0
    I pray to Allah "Same waiting for Israel" & What happened with UAE???
    Total Reply(0) Reply
  • মনোয়ার হোসেন ৭ জুলাই, ২০২১, ১:৩৩ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ। লুটতরাজের শুরু।
    Total Reply(0) Reply
  • কাসিম আলি ৭ জুলাই, ২০২১, ২:৩৬ পিএম says : 0
    ইসরাইল হামাসের সামান্য রকেট হামলায় যুদ্ধবিরতি মেনে নিয়ে ফিলিস্তিনিদেরকে বিজয় দিয়ে দেয়। এখানে তালেবানের হামলায় ক্ষত হয়ে মার্কিন বাহিনী পালায়। ওরাতো ভিতু তায় কোন সময় নিজের জীবন হারায় তার জন্য পালিয়েছে। ওরা পালায় পালাতে থাকে ভবিষ্যতেও পালাবে। মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Md Junayed ৭ জুলাই, ২০২১, ১০:২২ পিএম says : 0
    এই নিউজটি দেখে মনটা ভাল হয়ে গেল। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেয়ার আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ