মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান থেকে মার্কিন-ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা দেশটিতে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়া বিদ্রোহী বাহিনীর সাথে তাজিকিস্তানের পাশের প্রবেশপথ আমু দারিয়ার এবং সীমান্ত অঞ্চল, প্রধান শহর ও কৌশলগত মহাসড়কগুলোকে ঘিরে রেখেছে। গত শনিবার চব্বিশ ঘণ্টার মধ্যে তালেবানরা ১৩টি জেলা দখল করে নিয়েছে। তাদের দৃষ্টি এখন কান্দাহার, বাদাখশান এবং কুন্দুজ প্রদেশ হয়ে সোজা কাবুলের দিকে। আফগান নিরাপত্তা বাহিনী যখন সাহসী লড়াই চালিয়ে যাচ্ছে, তখন তালেবানরা দখল করা আমেরিকান অস্ত্র এবং দুর্গম-অঞ্চলীয় যানবাহন ব্যবহার করে আফগান জনগণের উপর নজর রাখছে।
আফগানিস্তানে তালিবানের এক একটি বিজয় প্রতিবেশী ভারতকেও গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। কারণ সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি স্নাইপার রাইফেল, রাডার এবং বাজুকাসহ তারা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করতে পারে। ইতোমধ্যে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী কাশ্মীরে কর্মরত শীর্ষ জায়েশ-ই-মোহাম্মদ এবং লশকরে তাইয়েবার সন্ত্রাসীদের কাছ থেকে মার্কিন তৈরি এম-৪ রাইফেল জব্দ করেছে। এছাড়াও, ইসলামিক মৌলবাদের উত্থান এবং আফগানিস্তানে এর বিজয় ভারতের পাশাপাশি উত্তর-পূর্বের দেশগুলোর জন্যও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) ব্যবহার করে ভারতকে চাপের মধ্যে রাখার চীনের অভিপ্রায় এবং আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে তালিবানদের উত্থান নতুন দিল্লিকে তার পশ্চিম সীমান্তে সেনা মোতায়েনে বাধ্য করবে। ফলে ১৯৯৬ সালের থেকে ২০২১ সালের অধিকতর কৌশলী তালিবানদের প্রতিহত না করা হলে ভারতকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাতারে দাঁড়াতে হবে। সূত্র : হিন্দুস্তান টাইম্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।