Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি আইনজীবীকে আটক করল ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পর এক ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার করেছে ইসরাইলের নিরাপত্তাবাহিনী। ফরিদ আল-আতরাশ নামের আইনজীবীকে রবিবার জেরুজালেমের পূর্বাঞ্চলীয় একটি চেকপোস্টে গ্রেফতার করা হয়। এসময় তিনি রামাল্লায় আব্বাসবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ফিরছিলেন। গ্রেফতার হওয়া আইনজীবীর সংগঠন দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। সংগঠনটি জানিয়েছে, আল-আতরাশকে ইসরাইলের হাসাসাহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা ইসরায়লি পুলিশের কাস্টডি থেকে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে। ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট ও আল-আতরাশের বন্ধু ইসা আমরো জানান, কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকে আইনজীবীকে ছেড়ে দেওয়া হয়। তবে ইসরাইলি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করছে। কেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা অস্পষ্ট। এই গ্রেফতারের বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী বা পুলিশের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। পশ্চিমতীরে ইসরাইলের দখলবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে অতীতে আমরো ও আল-আতরাশ গ্রেফতার হয়েছেন। কিন্তু সম্প্রতি এই দুজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। মূলত ফিলিস্তিনি নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর অ্যাক্টিভিস্ট নিজার বানাতের মৃত্যুর ঘটনায় তারা বিক্ষোভ আয়োজন ও অংশগ্রহণ করছেন। রামাল্লায় যখন বিক্ষোভ চলছিল, তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাদা পোশাকধারী লোকজন লাঠি এবং ইট-পাটকেল দিয়ে এই বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। রামাল্লা থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের কাজ-কর্ম চালায়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ