মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিদেশি সৈন্য প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানের উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস তাদের বাহিনী গড়ে তুলছে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সাউথ এশিয়ান মনিটরের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে জাস্টআর্থ নিউজ। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আফগানিস্তানে আইএসআইএস সক্রিয়ভাবে তাদের বাহিনী গড়ে তোলায় মনোনিবেশ করছে। তারা সত্যিকারের শান্তি আলোচনার প্রস্তুতির দীর্ঘায়িত প্রক্রিয়া ব্যবহার করে এটি করছে। তাই সেদিকে মনোযোগ দেওয়া জরুরি। আফগান সরকার শান্তি প্রক্রিয়াটি বিলম্ব করছে অভিযোগ করে সের্গেই লাভরভ বলেন, আফগানিস্তানের শাসক কাঠামোয় যারা আছেন তারা প্রক্রিয়াটিকে আরও বেশি বিলম্বিত করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করছেন। অবশ্যই তাদের জন্মভ‚মির জন্য এই পরিণতি সম্পর্কে চিন্তা করা উচিত। আইএসআইএস দেশটির নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আইএসআইএস আফগানিস্তানের উত্তরাঞ্চলে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সীমান্তের নিকটে সক্রিয়ভাবে নিজেদের বিকাশ করছে, যোগ করেন তিনি। বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশগুলোর উচিত আইএসআইএসের বিকাশ নিয়ে উদ্বিগ্ন হওয়া। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।