Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণে আরো ১৩ জেলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৪:০৮ পিএম

আফগানিস্তানজুড়ে উভয়পক্ষের মধ্যে চলমান ভয়াবহ লড়াইয়ের মধ্যেই মাত্র ২৪ ঘণ্টায় আফগান বাহিনীর কাছ থেকে আরো ১৩টি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার সক্রিয় হতে শুরু করেছে তালেবানরা। খবর আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্ব নূরস্তানের দো আব জেলা রাতারাতি দখল করে নিয়েছে গোষ্ঠীটি। আগেরদিন শুক্রবার দক্ষিণ জাবুলের শিংকাই, সংলগ্ন গজনীর দেহ ইয়াক এবং পার্শ্ববর্তী দাইকুন্দি প্রদেশের গিজাব জেলারও নিয়ন্ত্রণ নেয় তারা।
খবরে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে তালেবানরা ৩টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালায় দাবি করেছে যে, গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২২৪ জন তালেবান নিহত হয়েছে। সূত্র : আলআরাবিয়া।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ৫ জুলাই, ২০২১, ৪:৩৬ পিএম says : 0
    আফগানিস্তান সরকার আমেরিকার লোক অযথা সময় নষ্ট করে ক্ষমতা দখল করে আছে,আর নিজের জনগণ কে হত্যা করতেছে।সরকার বলছেন 224 জনকে হত্যা করেছে কিন্তু এরা কি আফগানিস্তানে লোক নয়।সরকার কে পরবতীর্তে তার বদলা নিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ