বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশে গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। অতীতে ষড়যন্ত্রকারীরা মনে করেছিল বিএনপি শূন্য হয়ে যাবে। কিন্তু সে স্বপ পূরণ না হওয়ায় আবারো তারা নতুন ষড়যন্ত্রে মেতেছে। ক্ষমতাসীনরা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে নিয়ে ভয় পাচ্ছে বলেই একের পর এক ষড়যন্ত্র করছে। একই সাথে কিছু সুধীজন মাঝে মধ্যে কিছু উপদেশ দিয়ে থাকে। কিন্তু সুধীজনরা জানেন না এসব উপদেশ প্রকারন্তরে ফ্যাসিবাদকে উৎসাহিত করছে।
গতকাল রোববার বিবৃতিতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, গণতন্ত্রের নেতৃত্ব যারা দেন তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হবে। বিএনপি এতে কোনোভাবে বিভ্রান্ত নয়। সম্প্রতি একটি গণমাধ্যমে বিএনপির আগামী দিনের কান্ডারি তারেক রহমান ও বিএনপি নেতা খুলনা-৩ আসনের এমপি প্রার্থী রকিবুল হাসান বকুলকে নিয়ে কল্পকাহিনী রটনা ওই ষড়যন্ত্রের অংশ বিশেষ। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেছেন অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
বিবৃতিদাতারা হলেন-শেখ মুজিবুর রহমান, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাহউল আলম, এহতেশামুল হক শাওন, কে এম হুমায়ুন কবির, মাসুদ পারভেজ বাবু, জামাল হোসেন তালুকদার, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, আতাউর রহমান রুনু, শামিম কবির, এবাদুল হক রুবায়েত, আজিজা খানম এলিজা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।