পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার গাজার শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বোমা হামলা চালানো হয়। তাদের দাবি, ইসরাইলের ভূখন্ডে আগুনের বেলুন হামলা চালায় হামাসের সদস্যরা। এর জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এক টুইট বার্তায়, স্থানীয় সময় শনিবার রাতে হামাসের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালানোর দাবি করে আইডিএফ। তবে হামাসের পক্ষ থেকে এ ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গাজায় একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল। শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, গাজার দক্ষিণে বদর এলাকায় তান্ডব চালিয়েছে তারা। সোশ্যাল মিডিয়াতে ইসরাইলের বিমান হামলার দৃশ্য কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। তেল আবিবের দাবি, গাজা থেকে ইসরাইলের দিকে বেলুন হামলা চালানো হয়। এতে ক্ষয়ক্ষতি হয় তাদের। এমন ঘটনা বন্ধে হামলা চালানো হয়েছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসে ইসরাইলি বাহিনী এবং গাজার শাসক গোষ্ঠী হামাসের মধ্যে ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে আড়াই শতাধিক মানুষ নিহত হন। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। যুদ্ধবিরতি চলার মধ্যেই বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটছে। হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।