Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শরিয়াহ শাসন চালু করেছে তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানে দখল করা অঞ্চলগুলোতে শরিয়াহ শাসন চালু করেছে তালেবান। স্থানীয় সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ব্যতীত বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে তালেবান। এ ধরনের বিধিবিধান জারির মাধ্যমে ৯০ দশকের কট্টর শাসনের দিকেই তালেবান প্রত্যাবর্তন করছে। ওই সময় শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদন্ড কার্যকর, চুরির দায়ে হাত কেটে দেওয়ার বিধান ছিল। আফগানিস্তানের তাখার প্রদেশের সমাজকর্মী মেরাজুদ্দিন বলেন, তালেবানরা পুরুষদের দাড়ি বড় করতে বাধ্য করছে। পাশাপাশি অনুমোদিত নয় এমন স্টাইলে চুল কাটতেও নিষেধাজ্ঞা দিয়েছে। তারা নারীদের পুরুষ অভিভাবক ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। এমনকি কোন তথ্যপ্রমাণ ছাড়াই কাউকে বিচারের সম্মুখীন করছে। তাখার রাজ্যের কাউন্সিলের সদস্য মোহাম্মাদ আযম আফযালী বলেন, তালেবানের দখলকৃত অঞ্চলগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে মেডিক্যাল-ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেখানে বর্তমানে নাগরিক সেবার অস্তিত্ব নেই। গভর্নর আবদুল্লাহ কারলুক বলেন, তালেবানরা তাদের দখলকৃত এলাকায় বহু সরকারি স্থাপনা ধ্বংস করে ফেলেছে। তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আরিয়ানা নিউজ।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ৫ জুলাই, ২০২১, ৪:৪০ পিএম says : 0
    সরকার মিথ্যা বলছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ