মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংঘর্ষ বন্ধ করে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহবান জানিয়ে বলেছেন, তালেবানের সা¤প্রতিক তৎপরতা আফগানিস্তানের মানবিক পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে এবং এ বিষয়টি নিয়ে মস্কো উদ্বেগের মধ্যে রয়েছে। তিনি মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ বৃদ্ধিতে এসব এলাকা থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামতে পারে। সেরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার আহবা জানান। জাখারোভা বলেন, তালেবান নেতারা এর আগে ঘোষণা করেছেন, তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো উত্তেজনা চান না। আমেরিকার সঙ্গে দীর্ঘদিন আলোচনা শেষে ২০২০ সালের গোড়ার দিকে ওয়াশিংটনের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে তালেবান। ওই চুক্তি অনুযায়ী বর্তমানে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ চলছে। তবে তালেবান এখন পর্যন্ত আফগান সরকারের সঙ্গে সরাসরি কার্যকর কোনো আলোচনা করেনি। তাদের দাবি, দেশটিতে বিদেশি সেনা প্রত্যাহার করা হলেই কেবল তারা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকাকে এই সমঝোতায় দেয়া প্রতিটি প্রতিশ্রুতি নিঃশর্তভাবে এবং পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার মস্কো সফররত বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ আল জায়ানি’র সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহবান জানান ল্যাভরভ। তিনি বলেন, “ভিয়েনা সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অনেক বিষয়ে মতৈক্য হয়েছে, কিন্তু সব বিষয়ে নয়।” রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ব্যাপকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।কাজেই তাকে নিঃশর্তভাবে ওই সমঝোতার ধারাগুলো পুরোপুরি মেনে এতে ফিরে আসতে হবে। পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার পশ্চিমা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে ল্যাভরভ বলেন, “আমাদের পশ্চিমা শরিকরা পরমাণু সমঝোতায় পরিবর্তন এনে ইরানের ওপর নতুন কিছু শর্ত চাপিয়ে দেয়ার প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে।” আরটি, ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।