বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বৃদ্ধি ও লাগাতার বর্ষণে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গত ৪ দিন থেকে থেমে থেমে বর্ষণ ও তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, কাপাসিয়া, শ্রীপুর, চন্ডিপুর ইউনিয়নের চরাঞ্চলগুলোতে পানি ঢুকে পরেছে। বন্যার পানি বেশি ঢুকেছে হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নে। নিম্নাঞ্জলের পাট, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পানি উঠতে শুরু করেছে। বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চলের পাট চাষীরা সময়ের আগেই পাট কাটা শুরু করে দিয়েছেন। খোর্দ্দার চরের কৃষক শাহালম জানান, পাট ক্ষেতে পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চলের পাট কাটতে শুরু করেছি। কারণ বড় বন্যা হলে শ্রমিক বেশি লাগে। পাট কাটার খরচও বেশি হয়। কৃষক নুর হোসেন জানান, গত বছর হঠাৎ করে বড় বন্যা হওয়ায় পাট কাটতে না পারায় পাটের গোড়া পঁচে গিয়েছিল। বন্যা শেষে সে পাট কেটে আবাদের খরচ কোন রকমে মেটাতে পেরেছি। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের নি¤œাঞ্চলে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। এখনও তথ্য সংগ্রহ করছি। তাই এখনেই পানিতে নিমজ্জিত ক্ষেতের তথ্য দিতে পারছিনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।