Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসমর্থন ব্রিটনির জন্য আদালতে কোনও কাজে আসবে না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

২০০৮ থেকে বাবা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বের জন্য আদালতে নির্দেশনার কারণে বিশ্বখ্যাত গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনকে পুরো সীমাবদ্ধ করে রেখেছিল। সেই নির্দেশনা থেকে মুক্তি পাবার জন্য ব্রিটনি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। আদালতে তার হৃদয়ছোঁয়া আবেদন তার ভক্ত এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন অর্জন করেছে। তার সমর্থনে অনেক বিখ্যাত মানুষ ও সেলিব্রিটিও তাদের মতামত জানিয়েছে; প্রায় সবাইই চায় ‘প্রিন্সেস অফ পপ’ এই অভিভাবকত্বের শিকল থেকে মুক্তি পাক। যে আইনজীবীরা এই ধরণের মামলা তদারক করে থাকে তারা জানিয়েছে আদলতে ব্রিটনির বক্তব্য সমবেদনা অর্জন করলেও আদালতের প্রক্রিয়াকে তা প্রভাবিত করবে না। “ব্রিটনি যখন তার কথা বলেছেন তা বিশ্ব শুনেছে। এটা অসাধারণ। কিন্তু তা শুনে বিচারকরা কি তাকে অভিভাবকত্বের দশা থেকে মুক্তি দেবে? বাজি ধরে বলতে পারি, দেবে না,” পারিবারিক আইন বিশেষজ্ঞ পিটার ওয়াল্জার বলেন। অভিভাবকত্বের নির্দেশনার ১৩ বছর পর ব্রিটনি প্রথম তার আবেগপ্রবণ বক্তব্য দিয়েছেন বিচারক ব্রেন্ডা পেনির সামনে। এই অভিভাবকত্বের আদেশকে তিনি ‘নির্যাতনমূলক’ ও ‘বোধহীন’ বলে উলে­খ করেন। স্পিয়ার্স ইনস্টাগ্রামে তার বক্তব্য আরেকবার পোস্ট করে লিখেছেন : “গত দুই বছর আমি ভাল আছি এমন ভাণ করার জন্য দুঃখিত”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ