Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্রিটনি স্পিয়ার্সের বাবা মেয়ের মঙ্গলের জন্যই সব করেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

১২ বছর আগে গায়িকা ব্রিটনি স্পিয়ার্স মানসিক ভারসাম্য হারাবার পর হাসপাতালে ভর্তি হন এবং পরে আসক্তি নিরাময়ের জন্য তাকে রিহ্যাবে স্থানান্তর করা হয়। সেই থেকে মেয়ের দেখভালের ভার তার বাবা জেমি স্পিয়ার্স পালন করে আসছেন। ব্রিটনির বাবার দাবি সেই থেকে তিনি যে সিদ্ধান্ত নিয়ে আসছেন সবই তার কন্যার মঙ্গলার্থে। সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে স্পিয়ার্স সিনিয়র জানিয়েছেন তার আশা একসময় তার এই অভিভাবকত্বের ভার শেষ হবে যখন আদালত ব্রিটনির আর্থিক বিষয়গুলো তদারকের জন্য একজন আইনি ব্যবস্থাপককে দায়িত্ব দেবে। মি. স্পিয়ার্সের এই ইচ্ছা তার আইনজীবীর ভাষ্যে : “জেমি মন থেকে দেখতে চান ব্রিটনির এমন কোনও প্রয়োজন হবে না। তবে এমন অভিভাবকত্ব প্রত্যাহারের বিষয়টি পুরোই ব্রিটনির ওপর নির্ভর করছে, তিনি এর অবসানের জন্য আদালতে আবেদন করতে পারেন।” মি. স্পিয়ার্সের আইনজীবী ভিভিয়ান লি থোরিন বলেন : “তিনি একেবারে নিখুঁত বাবা এমন দাবি করেন না জেমি, তিনি আশা করেন না তাকে বর্ষসেরা বাবার খেতাব দেয়া হবে। তিনি সবসময় ব্রিটনির ওপর নজরও রাখতে চান না। তবে তিনি বিশ্বাস করেন মেয়ের মঙ্গলের জন্যই তিনি সব সিদ্ধান্ত নিয়ে এসেছেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটনি-স্পিয়ার্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ