প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রিন্সেস অফ পপ ব্রিটনি স্পিয়ার্সের বয়স ৩৯ হলেও তার আর্থিক আর কিছু বিষয়ের দেখভাল করার ভার কিন্তু তার বাবার ওপর ন্যস্ত করেছে আদালত। এর পেছনে ব্রিটনির বেপরোয়া কিছু আচরণও অবশ্য দায়ী। এই অভিভাবকত্ব নিয়ে এখন মামলা চলছে, আগামী মাসে আছে এর শুনানি। ব্রিটনি এই অভিভাবকত্বের শৃঙ্খল থেকে মুক্তি নয় বরং চান তার বাবা জেমি স্পিয়ার্সের অপসারণ চান। জেমির ২০১৯ সালে অসুস্থতার কারণে অভিভাবকত্ব থেকে স্বেচ্ছায় সরে আসার পর ব্রিটনি আর ১৩ বছর যাবত চলমান অভিভাবকত্বের বিধিনিষেধকে (কনজারভেটরশিপ) আর ফাঁদে আটকে পড়া বিবেচনা করছেন না বলেই মনে হয়। ব্রিটনির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘অভিভাবকত্বের অধীনে না থাকলে সে (ব্রিটনি) নিজেকে ৯৯ শতাংশ মুক্ত মনে করতে পারত। আর এটিই তাকে দিনে তিনটি গাড়ি কেনার মত পাগলামির পথে একমাত্র বাধা।’ সূত্র জানিয়েছে, ব্রিটনি এখন মুক্তভাবে ভ্রমণ করতে পারবে। ‘সে প্রায়ই হাওয়াই যায় আর লস অ্যাঞ্জেলেসেই বাস্তব কোনও বিধিনিষেধ ছাড়াই জীবন কাটায়,’ সূত্র বলেছে। ব্রিটনি স্পষ্টই জানেন, এই অভিভাবকত্ব’র নিয়ন্ত্রণ আরোপের আগে তিনি নিয়ন্ত্রণহীন ছিলেন এবং এর ফলে তার সম্পদ ব্যবস্থাপনা আরও বিন্যস্ত হয়েছে। এক সূত্র বলেছে, ‘সে জানে তাকে দেখভাল করা হচ্ছে।’ ব্রিটনির আরেক উদ্বেগ হল তার বাবা, যার সঙ্গে তিনি এখন কথাও বলেন না। অর্থ সংক্রান্ত বিষয় আর তার বাবার সঙ্গ নিয়ে ব্রিটনির আপত্তি অনেক দিনের। ব্রিটনির আরেক কনজার্ভেটর হলেন জোডি মন্টগোমারি, একে নিয়ে তার সমস্যা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।