বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দ্বিতীয় মেয়াদে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ বুধবার (৩০জুন) মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. নূর-ই- আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় যোগদানের তারিখ হতে দ্বিতীয় মেয়াদের কার্যকর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আমার ওপর আস্থা রেখে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়ার জন্য। আমি শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়কে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই। এ কাজে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ই আগস্ট নিয়োগ পাওয়ার পর ২১ আগস্ট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ বছর ২১ আগস্ট উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।