মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে এনজিও, নিরীহ মানুষ এবং বেসামরিক বিদেশী নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে তালেবান। তারা বলেছে, যুদ্ধবিধ্বস্ত দেশজুড়ে সহিংসতা তীব্র হলেও তাদের দিক থেকে কাউকে ‘নিরাপত্তা ঝুঁকির’ মুখোমুখি হতে হবে না।
মঙ্গলবার তালেবানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অতীত ধারাবাহিকতায় এবং দেশের অভ্যন্তরে বর্তমানে সংঘর্ষ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দ্য ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (আফগান তালেবান) আবারও সমস্ত বেসামরিক এবং অ-সামরিক বিদেশী নাগরিক, কূটনীতিক, দূতাবাস এবং মানবিক সংস্থার কর্মীদের আশ্বাস দিচ্ছে যে, তারা কেউ আমাদের পক্ষ থেকে কোনও সমস্যা বা সুরক্ষা ঝুঁকির মুখোমুখি হবে না।’
১১ সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ শুরু হওয়ায় এবং কাতারে শান্তি আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি করতে ব্যর্থ হওয়ায় আফগানিস্তানে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে, প্রেসিডেন্ট আশরাফ গনি গত সপ্তাহে ওয়াশিংটন সফর করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার কাছে আফগানিস্তানের প্রতি মার্কিন সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে আফগানদের অবশ্যই তাদের নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে বলেও তিনি জানিয়ে দেন।
তালেবানরা তাদের দক্ষিণের দুর্গগুরোর বাইরে সারাদেশে, বিশেষত উত্তরে হামলার এক নতুন তরঙ্গ শুরু করেছে। বিবৃতিতে তারা বলেছে যে, এনজিও এবং কূটনীতিকরা রুটিন অনুযায়ী তাদের কাজ চালিয়ে যেতে পারবে। এ বিষয়ে ইসলামী আমিরাত সম্পর্কে কারও ভেতরে কোন ভুল ধারণা থাকা উচিত নয়।’ সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।