Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজু নামে এক চালককে হত্যা করে তার অটো রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত রাজু মাসদাইর এলাকার জামালের গ্যারেজের অটো চালক। গতকাল সকালে ফতুল্লার ইসদাইরের ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইট সংলগ্ন শুকতারা ক্লাব গলির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাত ১০টার দিকে রেললাইন ধরে চাষাড়া-ইসদাইর মাঝামাঝি অবস্থিত জয়যাত্রা ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত রুবেল হত্যাকাÐের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য তিনিসহ পুলিশের একাধিক টিম কাজ করার সময় ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইটের সামনে শুকতা ক্লাবের সামনের রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারীরা পেছন থেকে চালকের ঘাড়ে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এদিকে, পুলিশের একটি দল তা দেখতে পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অপর একটি দল ঘাতকদের ধাওয়া করে। কিন্তু ছিনিয়ে নেয়া অটোরিকশাসহ যাত্রীবেশী দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে। নিহতের নাম রাজু এবং সে মাসদাইরের জামালের গ্যারেজের চালক ছিলো বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে। উল্লেখ্য, চলতি মাসের ১৮ জুন রাতে ফতুল্লা পিলকুনি পেয়ারা বাগান এলাকায় একই কায়দায় হত্যা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় ব্যাটারিচালিত মিশুক। পরে নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ওই ঘটনার সাথে জড়িত নিশাত নামক একজনকে আটকের পর হত্যাকাÐে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ