মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তালেবানদের হামলা বেড়ে যাওয়ায় রাজধানী কাবুলে মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সোমবার এক বিবৃতিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসের কারণে নিরাপত্তা হুমকির কারণে সাময়িকভাবে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি কাবুল শহরের ৬০ হাজার বাসিন্দার প্রতি নিরাপত্তার বিষয়ে সরকারের সাথে সহযোগিতার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে কাবুল পুলিশের মুখপাত্র ফিরদাউস ফারামারাজ জানান, সোমবার সকাল থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আওতায় কাবুলের রাস্তায় যেই মোটরসাইকেল চালাবে, তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেবে কাবুল পুলিশ।
গত মে মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সৈন্যদের প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবান দেশটির বিভিন্ন স্থানের দখল নেয়া শুরু করেছে। এর জেরেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে আফগানিস্তান থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা করেন। সূত্র : ইয়েনি শাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।