Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৪ বছরের ইতিহাসে কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৯:১৮ পিএম

বিগত ৮৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে কানাডায়। রবিবার কানাডার বৃটিশ কলাম্বিয়ার লিটনে ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ১৯৩৭ সালের জুলাইয়ে ইয়েলো গ্রাস এবং মিডেল অঞ্চলে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। -বিবিসি

এবার শুধু লিটনই নয়, বৃটিশ কলাম্বিয়ার কমপক্ষে ৪০টি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কানাডার পশ্চিম এবং মার্কিন প্যাসিফিকের উত্তর-পশ্চিমে অপ্রত্যাশিত তাপদাহ বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই স্ব স্ব নাগরিকদের ‘বিপজ্জনক’ হিট লেভেলের বিষয়ে সতর্ক করেছে। বলা হয়েছে, এই অবস্থা এক সপ্তাহ ধরে অব্যাহত থাকবে। পুরো অঞ্চলে উচ্চ চাপে ‘হিট ডোম’ দেখা দিয়েছে। এর ফলে অন্য অনেক এলাকায় নতুন রেকর্ড হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ