গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে সাত জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন। তারা বলেন, দেশে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এর দায়ভার প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।
সোমবার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা এ কথা বলেন। দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অবহেলা ও জনসাধারণের অসতর্কতার কারণে বার বার এ ধরনের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এই বিষয়ে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। বিস্ফোরণের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তারা আরও বলেন, হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দ্রুত ও সঠিকভাবে তদন্ত করে এই ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।