Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেরাই বানালেন বাঁধ

লালমনিরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০০ এএম

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মইশামুরী চারমাথা থেকে মুক্তিযোদ্ধা বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তিস্তার ভাঙনরোধে গ্রামবাসী নিজ অর্থায়নে বাঁধ নিমার্ণ করেছে। জনপ্রতিনিধির সাড়া না পেয়ে স্থানীয়রা তাদের অর্থ দিয়ে এ বাঁধ নির্মাণ করে ভাঙনের হাত থেকে কয়েক’শ পরিবারকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, প্রতি বছর তিস্তার ব্যাপক ভাঙনে বসতবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও ভাঙনরোধ কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী এ উদ্যোগ নিয়েছেন।

মইশামুরী গ্রামের সেজাব আলী বলেছিলেন, তিস্তার ভাঙনে আমরা নিঃস্ব। চলতি বর্ষায় আবারও ভাঙন শুরু হলে বাঁধে আশ্রয় নেয়া কয়েক’শ পরিবারের যাওয়ার কোন জায়গা থাকবে না। তাই বাধ্য হয়ে এক কিলোমিটার এলাকাজুড়ে বাঁধটি নির্মাণ করলাম। মইশামুরী গ্রামের হবিবর রহমান (হবি) জানান, প্রাথমিক ভাবে বাসিন্দাদের কাছ থেকে অর্থ নিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কে ভাঙনরোধে বাঁধ নির্মাণের জন্য বারবার বলা হলেও তারা কর্ণপাত করেনি।
কাকিনা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম সফি বলেন, প্রতি বছরই বন্যায় ওই এলাকার মানুষ বসতবাড়ি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। স্থানীয় এমপি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। আসন্ন বন্যায় বড় ক্ষতির আশঙ্কা থাকায় এলাকাবাসী বাধ্য হয়েই নিজ অর্থায়নে এক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করেছে। কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেছেন, খবর পেয়ে আমরা ওই বাঁধটি পরিদর্শন করেছি। বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে লিখব। বরাদ্দ পেলে বাঁধটি ভালোভাবে মেরামত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁধ

৬ সেপ্টেম্বর, ২০২২
২৭ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ