প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোটপর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। এখন অভিনয়ে খুব একটা নিয়মিত নন। এ প্রসঙ্গে চাঁদনী বলেন, আমাকে সব সময় পর্দায় থাকতে হবে তাও মনে করি না। আমার সমসাময়িক অনেকে নিয়মিত অভিনয় করছেন।তাদের তুলনায় আমি নেই বললেই চলে। শুধু পর্দায় থাকার জন্য কাজ করতে চাই না, যদি আমার চরিত্রে গুরুত্ব না থাকে। এসব কারণেই এখন আগের মতো কাজ করি না। বাসায় থাকি। একইসঙ্গে নাচ নিয়ে নতুন কিছু করার চেষ্টায় আছি। চাঁদনী বলেন, নাচের প্রকৃত শিল্পীদের মূল্যায়ন হচ্ছে না। বেশিরভাগ অনুষ্ঠান শুরু হয় নাচ দিয়ে আবার শেষও হয় নাচ দিয়ে। কিন্তু দেখা যায় অন্য শিল্পীদের চেয়ে নাচের শিল্পীদের জন্য বাজেট কম থাকে। নাটকের মান নিয়ে চাঁদনী বলেন, এখন কোনো একটি নাটক দর্শক গ্রহন করলে সবাই একই রকম গল্পে নাটক নির্মাণ করতে থাকেন। নতুন কিছু করার চেষ্টা দেখা যায় না। একই রকম গল্প দেখা যায় প্রায় সব নাটকে। এক কথায় বলতে গেলে, বেশির ভাগ নাটকে স্বামী-স্ত্রীর ঝগড়া, কিংবা প্রেমিক- প্রেমিকার প্রেম-বিরহ। এক্ষেত্রে শুধু নির্মাতাদের দোষ দিলে চলবে না। শিল্পীদেরও দায়িত্ব আছে। গল্প পড়ে সিদ্ধান্ত নিতে হবে কেমন কাজ সে করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।