Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদনী’র রজত জয়ন্তীতে নাঈম শাবনাজ

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পেয়েছিলো এহতেশাম পরিচালিত নতুন জুটি শাবনাজ-নাঈম অভিনীত চলচ্চিত্র ‘চাঁদনী’। প্রথম চলচ্চিত্রেই এই জুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। তারপর তারা দু’জন অনেক চলচ্চিত্রেই জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। তাদের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী’ ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তীতে পা রেখেছে গত ২ অক্টোবর। নিজেদের জীবনের প্রথম চলচ্চিত্রের রজত জয়ন্তী উপলক্ষে তারা এবং ‘চাঁদনী’ পরিবার একটি ভিন্ন উদ্যোগ নিয়েছে। ‘চাঁদনী’র সাথে জড়িত শিল্পী কলাকুশলীদের নিয়ে শিগগিরই একটি গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঈম ও শাবনাজ। এদিকে ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। চিত্রনায়ক নাঈম বলেন, ‘দেখতে দেখতে আমাদের চাঁদনী মুক্তির ২৫ বছর হয়ে গেছে। চলচ্চিত্রটির নির্মাতা আমাদের গুরু এহতেশাম সাহেব আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা দু’জনই তাকে প্রতিনিয়ত অনুভব করি। সত্যি বলতে কী বাংলাদেশের চলচ্চিত্রে তার যে অবদান তা অস্বীকার করার কোন উপায় নেই। চাঁদনী’র রজত জয়ন্তীতে তাই চাঁদনী পরিবার গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করছে। আশা করি, এই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সবাইকেই নির্ধারিত সময়ে কাছে পাবো, পুরোনো দিনের আড্ডায় মেতে উঠবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ শাবনাজ বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর চাঁদনীর রজত জয়ন্তীতে আমরা চাঁদনী পরিবার একটি বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। আশা করি, তা ভালোভাবেই সম্পন্ন করবো।’ এদিকে নাঈম শাবনাজ ঘোষণা দিয়েছিলেন তারা ‘চাঁদনী’র রিমেক করবেন সময়ানুযায়ী গল্প কিছুটা পরিবর্তন করে। সেই কাজও এগিয়ে চলছে। সময় হলেই সবাইকে জানান দেবেন তারা। নব্বই দশকের সেরা জুটি হিসেবে ১৯৯১ সালের ২ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রটি মুক্তি পায়। ঢাকাই চলচ্চিত্রে এই জুটির অভিষেকের মধ্যদিয়ে আরেক রোমান্টিক জুটির সফল যাত্রা শুরু হয়। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’, সহ আরো বেশকিছু চলচ্চিত্র। সর্বশেষ তারা দু’জন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ এবং শাবনাজ সর্বশেষ আজিজুর রহমানের ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর নাঈম শাবনাজ জুটিকে আর চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি।



 

Show all comments
  • MD. KHORSHED ALAM ১০ অক্টোবর, ২০১৬, ৩:২৫ এএম says : 0
    Thanks Naim Bhy
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদনী’র রজত জয়ন্তীতে নাঈম শাবনাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ