Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সিলভী অনেক দিন ধরে থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন। ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সিলভী আজমী চাঁদনী। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল শাহাদত হোসেন লিটন পরিচালিত বলো না কবুল সিনেমার মাধ্যমে। এরপর প্রায় এক ডজনের বেশি সিনেমায় অভিনয় করেন। তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় একসঙ্গে ৬টি সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন। ২০১২ সালের পর তাকে আর সিনেমায় দেখা যায়নি। তার বাবার নাম জহুরুল ইসলাম। পেশায় ব্যবসায়ী এবং বর্তমানে তিনি দেশের বাইরে থাকেন। বাবা-মার একমাত্র মেয়ে ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলভী আজমী চাঁদনী আর নেই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ