Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন চাঁদনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিবাহ বিচ্ছেদের পর চাঁদনী এখন তার মায়ের সাথে থাকেন। কেমন আছেন তিনি? এ প্রশ্নের জবাবে বলেন, ভালো আছি। মায়ের সঙ্গে আছি। বসুন্ধরার আবাসিক এলাকায় আমাদের বাসা। এখন বাসাতেই বেশি সময় কাটে। তিনি জানান, একটু সময় নিয়ে মিডিয়ায় আবারও নিয়মিত হবো। দীর্ঘদিন পর চলতি মাসে একটি রোমান্টিক নাটকের শূটিং করেছি। নাটকের নাম শূন্যতায় পূর্ণতা। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুষার খান। নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন চাঁদনী। তিন বলেন, এবছর প্রথম সজলের সাথে নাটকে অভিনয় করলাম। অনেকদিন সজলের সঙ্গে কোনো কাজ করা হয়নি। শূটিংয়ের অভিজ্ঞতা ভালো ছিল। গল্পে অনেক বাঁক আছে। তিনি বলেন, দর্শকের ভালোবাসা ও উৎসাহ পেলে আবারও নিয়মিত নাটকে অভিনয় করব। ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে কেন নাটক করব না? অবশ্যই করব। এখন আমি অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। অভিনয়ে অনিয়মিত হলেও স্টেজ কিংবা টিভি অনুষ্ঠানে নাচ করতে নিয়মিত দেখা গেছে চাঁদনীকে। তবে এখন নাচের অনুষ্ঠান করছেন না তিনি। তিনি বলেন, নাচ কখনো ছাড়ার ইচ্ছা নেই। এখন আসলে নাচের স্টেজ শো কম হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের মার্চে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে চাঁদনীর বিয়ে হয়। তাঁদের বিচ্ছেদ হয় চলতি বছরের ৯ জানুয়ারি। এরপর কাজে খুব একটা সরব ছিলেন না চাঁদনী। তবে এখন মডেলিং, নাচ ও অভিনয় তিন মাধ্যমে পারদর্শী চাঁদনী আবারও নিয়মিত ক্যামেরার সামনে কাজ করতে আগ্রহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদনী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ