Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল ভ্যাকসিন নিয়ে গুরুতর অসুস্থ মিমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৩:১৫ পিএম

ভুয়া ভ্যাকসিন ক্যাম্প থেকে নকল ভ্যাকসিন নিয়ে গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী। অভিনেত্রী চারদিনের মাথায় গুরুতর অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। পেট ব্যাথা, ডিহাইড্রেশন ও রক্তচাপ জনিত সমস্যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মিমি, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

প্রশাসনের অনুমতি ছাড়া কসবায় বেআইনি করোনার টিকাকরণের ক্যাম্প খুলেছিল। সেখানেই আর চার-পাঁচজনের সঙ্গেই ভুয়া টিকা নেন মিমি। তারপরেই ঘটনার সত্যতা জানতে পেরে উদ্বিগ্ন ছিলেন অভিনেত্রী। বারবার সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন। চিকিৎসকদের পরামর্শে করিয়েছেন একাধিক টেস্ট। কিন্তু আচমকাই এদিন সকাল থেকে অসুস্থ বোধ করেন মিমি চক্রবর্তী।

বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। মিমির মতোই কসবার ক্যাম্প থেকে ভুয়া টিকা নিয়েছেন বহু মানুষ। কিন্তু আচমকাই মিমির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তায় প্রশাসন। এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ওই ক্যাম্প থেকে কোন ধরনের টিকা দেওয়া হয়েছে। তবে অভিনেত্রী নিজের ভক্তদের আশ্বস্ত করেছেন চিন্তা না করতে।



 

Show all comments
  • আহসান কবির ৭ জুলাই, ২০২১, ৯:০৭ পিএম says : 0
    আসসালামুআলাইকুম। বেঁচে থেকে কি লাভ? অভিনেত্রি করতে আল্লহ পাঠাননি আপু। ইবাদতের জ্ন্যে আমাদের পাঠাইয়েছেন। বাদ দেন এসব অন্যদেরও দাওয়াত দেন। ইসলামের পুরোপথে আসেন। আমরাও দোওয়া করছি। আর যদি মনে করি আমি সঠিক পথে আছি। তাহলে দুনিয়ার সবাইকে সঠিক পথে দাওয়াত দেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিমি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ