প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উৎসবের আমেজে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। তারকারাও পিছিয়ে নেই উৎসব থেকে। দুর্গা পূজা উপলক্ষে নবমীর সন্ধ্যায় নিজ আবাসনে ধুনুচি নাচ করতে দেখা যায় তৃণমূলের সাংসদ ও টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী।
তারকা এ অভিনেত্রী সকল স্বাস্থ্য সুরক্ষা মেনেই নাচ করেছেন। মুখে মাস্ক পরে ধুনুচি নাচ করেছেন তিনি।
মহামারি করোনা ভাইরাসের কারণে এবার তেমন কোনো আয়োজন করা হয়নি পূজায়। একারণে কসবার আবাসনের পূজায় বাইরের লোকদের প্রবেশ নিষেধ। তাই প্রতিবেশীদের সাথেই পূজার আনন্দে মেতে উঠেছেন সাংসদ তারকা।
অষ্টমীর দিনও আবাসনের পূজাতেই অঞ্জলি দিয়েছেন মিমি। মুখে মাস্ক থাকার মতোই মণ্ডবে ছিল স্যানিটাইজার। নবমীর দিন তাকে সাদা কুর্তি ও পালাজোতে। পূজার পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে সবার মাঝে প্রসাদও বিলি করেছেন মিমি চক্রবর্তী। এছাড়াও তাকে আবাসনে শিশুদের সাথে গল্প করতে দেখা গিয়েছে।
এর আগে এ নায়িকা জানান, পূজা নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কয়েক দিন আগে ‘ড্রাকুলা স্যার’ প্রিমিয়ারে নিজ হাতে বাবাকে মাস্ক পরান তিনি। সেদিন শরীরের তাপমাত্রাও মাপা হয়। সেই অনুষ্ঠানেও সামাজিক দূরত্ব মানা হয়েছে বলে জানান মিমি চক্রবর্তী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।