আবারো বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী পায়েল রোহাতগি। নিজের আবাসন সোসাইটির চেয়ারপার্সনকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে তাকে। পায়েলের বিরুদ্ধে নিজের সোসাইটির বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার ও চেয়ারপার্সনকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। গুজরাটের আহমেদাবাদের স্যাটেলাইট পুলিস গ্রেফতার করেছে পায়েলকে।
জানা গিয়েছে, গত ২০ জুন সদস্য না হওয়া সত্ত্বেও সোসাইটির মিটিংয়ে অংশ নেন পায়েল। তাকে কথা বলতে বারণ করা হলেও তিনি সদস্যদের কটূক্তি করতে শুরু করেন। এমনকি সোসাইটিতে যে শিশুরা খেলছিল তাদের ধরে মারারও অভিযোগ রয়েছে পায়েলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই সোসাইটিরই চেয়ারপার্সনকে কুরুচিকর কথা বলেন ও খুনের হুমকি দেন পায়েল। এর আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের সোসাইটির চেয়ারপার্সনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেছিলেন পায়েল। পরে দেখা যায় সেই পোস্ট মুছে দেওয়া হয়েছে।
এরপরেই পরাগ শাহ নামে এক চিকিৎসক তার নামে পুলিসে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিস গ্রেফতার করে পায়েলকে।
উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জন্য রাজস্থানের বুন্দির পুলিস গ্রেফতার করেছিল তাকে। ফেসবুক লাইভে এসে জওলাল নেহরুর স্ত্রী কমলা নেহরু এবং নেহরু পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন
অভিনেত্রী।