প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুবোধ ঘোষের ‘জতুগৃহ’ উপন্যাস অবলম্বনে পশ্চিমবঙ্গে একটি আর বলিউডে ‘ইজাজত’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। তবে এটি সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে না বরং এটি মহাভারতের অনুসরণে একটি হরর-থ্রিলার। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই চলচ্চিত্র বনি সেনগুপ্ত’ন বিপরীতে প্রধান নারী চরিত্রে অনামিকা চক্রবর্তীর (ছাবিতে বামে) অভিনয় করার কথা ছিল। শেষ পর্যন্ত তার স্থলাভিষিক্ত হয়েছেন পায়েল সরকার। জানা গেছে, ডেট অপ্রতুলতার জন্য ফিল্মটি ছাড়তে বাধ্য হয়েছেন। পরিচালক জানিয়েছেন, মহাভারত থেকে ফিল্মের নাম নেয়া হলেও কাহিনীর কোনও সম্পর্ক নেই। কাহিনীর আভাস দিতে গিয়ে পরিচালক বলেন, ‘নগরবাসী এক লোক পাহাড়ের ওপর একটি হোটেলে ম্যানেজারের চাকরি পায়। সেখানে একটি ভুতুড়ে বাড়ির সম্পর্কে জানতে পারে সে আর এক স্থানীয় তরুণীর পরিচয় হয়। ভৌতিক রহস্যময় ঘটনা ঘটা শুরু হয়।’ পরমব্রত চট্টোপাধ্যায় ফিল্মটিতে ৭০ বছরের বৃদ্ধ জোসেফের ভূমিকায় অভিনয় করবেন; তিনি এই প্রথম বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছেন। আরও অভিনয় করবেন পিয়লি চ্যাটার্জী। সপ্তাশ্ব বসুর সর্বশেষ ফিল্ম ছিল ক্রাইম-থ্রিলার ‘প্রতিদ্বন্দ্বী’; এতে অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জী এবং রুদ্রনীল ঘোষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।