Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়েল সরকারকে নিয়ে অশালীন মন্তব্য সামাজিক মাধ্যমে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বাংলা টিভির জনপ্রিয় তারকা পায়েল সরকার কোলকাতা পুলিশের সাইবারক্রাইম সেলে অভিযোগ করেছেন এক পরিচালকের পরিচয় নিয়ে কেউ একজন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য করেছে। সেই পরিচালকও একই বিভাগে অভিযোগ করেছেন সেই সাইবার প্রতারকের বিরুদ্ধে। পায়েল সংবাদ মাধ্যমকে জানান, এক বিখ্যাত পরিচালকের আইডি থেকে তার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট এলে তা তিনি গ্রহণ করেন। এরপর তাকে জানান হয় আসন্ন একটি ফিল্মের জন্য তাকে বাছাই করা হয়েছে তারপর এক চ্যাটে তাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’ এবং ‘বেনে বৌ’ ধারাবাহিকগুলোর অভিনেত্রী সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন তার ফেইসবুক পেইজে। তার বন্ধু ও ভক্তরা তাকে পরিচালকের প্রোফাইল পরীক্ষা করতে বললে তিনি অনুধাবন করেন সেটি ভুয়া। কোলকাতা পুলিশে অভিযোগ লিপিবদ্ধ করলে তারা অ্যাকাউন্টটি বøক করে দেয়। পায়েল বলেন, ‘সেটি ভেরিফাইড অ্যাকাউন্ট ছিল না এবং ভুয়া অ্যাকাউন্টটিতে অনেক অসামঞ্জস্যতা ছিল। যারা মেয়েদের উত্ত্যক্ত করে তাদের শায়েস্তা করার জন্য আমি অভিযোগ করেছি। পুলিশ পুরো সহযোগিতা করেছে।’ ঘটনা অবহিত হবার পর সেই অজানা পরিচালকও অভিযোগ করেন পুলিশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ