Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাল গল্পের সিনেমায় কাজ করতে আগ্রহী কেয়া পায়েল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নাটকে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কেয়া পায়েল। মাসের বেশিরভাগ সময় তাকে নাটকের কাজে ব্যস্ত থাকতে হয়। নাটকের পাশাপাশি কেয়া একটি সিনেমায় অভিনয় করেছেন। ‘ইন্দুবালা’ নামক সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছিলেন। পরবর্তীতে আরো বেশকিছু সিনেমাতে কাজ করার প্রস্তাব পান তিনি। কেয়া পায়েল বলেন, ‘ইন্দুবালা সিনেমায় অভিনয়ের পর আরো বেশকিছু সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। গল্প এবং চরিত্র ভালো না লাগায় রাজী হইনি। আমি বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করতে চাই। তবে সিনেমার গল্প আমার পছন্দের হতে হবে এবং আমার চরিত্রটিও হতে হবে মনের মতো। গল্পটি এমন হতে হবে যে গল্পের সিনেমা দেখার জন্য পরিবারের সবাই যেন হলে গিয়ে সিনেমাটি দেখতে আগ্রহী হন। আমিও যেন আমার পরিবারকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারি।’ কেয়া পায়েল এরইমধ্যে মাবরুর রশীদ বান্নাহ’র নির্দেশনায় ‘কেট ফাইট’, মোস্তফা কামাল রাজের ‘ট্রু লাভ স্টোরি’, মাহিনের ‘লাকি’, শহীদ উন নবীর ‘মুড সুইং’, এম আই জুয়েল’র ‘গো টু হেল’, মোহনের ‘ওএমজি’, জাকারিয়া শৌখিনের ‘ক্যাচাল’, ইমরাউল রাফাতের ‘মমস বয়’ নাটকের কাজ শেষ করেছেন। এদিকে কেয়া পায়েল জামাল হোসেনের লেখা ও ইমরানের সুর সঙ্গীতে ‘এতো ভালোবাসি’ গানে ইমরানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন। আগামী ২৩ নভেম্বর রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। কেয়া মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় দুটো নতুন বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেয়া-পায়েল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ