Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠগড়ায় শাস্ত্রী-কোহলি

ভারতের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:০৩ এএম

জেতার যেকোনো সিদ্ধান্তকেই মনে হয় দুর্দান্ত। আর হেরে গেলে সবই খারাপ। এটাই পৃথিবীর নিয়ম। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার অনেক কিছুকেই আঁতশী কাচের নিচে ফেলে দিয়েছে। এই যেমন ফাইনালে ভারতীয় দলের একাদশ নিয়ে প্রশ্ন উঠছে। আর কোচ ও অধিনায়ক যেহেতু একাদশ নির্বাচন করেন, তাই সমালোচনার তিরটা যে রবি শাস্ত্রী আর বিরাট কোহলির দিকেই ছুটে যাচ্ছে, সেটি বলাই বাহুল্য।
ফাইনালের দল নির্বাচন নিয়ে ভারতের সাবেক নির্বাচক শরণদীপ সিং রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শাস্ত্রী আর কোহলিকে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে হারের পেছনে তিনি দায়ী করছে এ দুজনকেই। তার মতে, নিউজিল্যান্ড যেখানে চার পেসার নিয়ে সফল হয়েছে, সেখানে ভারত কী ভেবে দুই স্পিনার খেলিয়েছে। তিনি অবশ্য শার্দুল ঠাকুরকে না খেলানোর বিষয়টিই সামনে এনেছেন, ‘শার্দুল ঠাকুরকে কেন খেলানো হলো না? সে পেসার হিসেবে দারুণ। লেট অর্ডারে ব্যাটিংটাও ভালো করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে সে নিজেকে প্রমাণ করেছিল।’ দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকারও। রবীন্দ্র জাদেজা ম্যাচে নিতে পেরেছেন মাত্র এক উইকেট। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে রান এসেছে ১৫, দ্বিতীয় ইনিংসে ১৬। আর তাতেই ক্ষুব্ধ মাঞ্জারেকার ইএসপিএন-ক্রিকইনফোকে বলেন, ‘জাদেজাকে কেন নেওয়া হলো, বুঝলাম না। বৃষ্টিস্নাত আবহাওয়ায় দলে দুই স্পিনার খেলানোই তো সমালোচনাযোগ্য ব্যাপার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ