মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সন গোয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের যোগাযোগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। বুধবার এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত সোমবার উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দ‚ত বলেন, আলোচনার বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছ থেকে শিগগির একটি ইতিবাচক সাড়া পাওয়ার আশায় আছেন তিনি। এরপরই গোয়ানের মন্তব্য এলো। মার্কিন দ‚তের ওই বক্তব্যের পরদিন মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, পিয়ংইয়ংয়ের সংকেতকে যুক্তরাষ্ট্র ভুলভাবে নিচ্ছে বলে তার কাছে প্রতীয়মান হচ্ছে। এর আগে, গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ ও সংঘাতÑ উভয়ের জন্য তার
দেশের প্রস্তুত থাকা দরকার। তবে বিশেষ করে সংঘাতের জন্য উত্তর কোরিয়ার পুরোপুরি প্রস্তুত থাকা প্রয়োজন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।