মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গোবরের কেকের গ্যাস থেকে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের। ভারতের উত্তরপ্রদেশের রাজপুর কেসারিয়া গ্রামের একটি সিমেন্টের গুদাম থেকে ওই ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়। মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপার পবন কুমার বলেছেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গোবরের কেকের গ্যাস থেকেই তাদের মৃত্যু হয়েছে। তিনি জানান, ওই বেজমেন্টে অর্ধ-শুকনো গোবরের কেক রাখা ছিল। সেগুলো থেকে বিষাক্ত গ্যাস বের হয়। যা নিঃশ্বাসের মাধ্যমের তাদের পেটে ঢুকে এবং তার দমবন্ধ হয়ে মারা যায়। পুলিশ জানায়, সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। রাজেন্দ্র, তার দুই ছেলে হরকেশ এবং প্রীতম এবং তাদের চাকর রমেশসহ তারা ওই আন্ডারগ্রাউন্ড সিমেন্ট স্টোর কাজ করছিল, তখনই এ ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে রাজেন্দ্রের স্ত্রী তাদের ডাক দেয়। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ খুঁজে পায়। পবন কুমার জানান, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লাশগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।