Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শত কোটি ডোজ টিকা বিতরণ করেছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০২ এএম

চীন এ পর্যন্ত শত কোটি ডোজ করোনাভাইরাস টিকা বিতরণ করেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এসব টিকার এক তৃতীয়াংশের বেশি বিশ্বের বিভিন্ন দেশকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। দেশটির কর্তৃপক্ষগুলো সাফল্যজনকভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার পর টিকাদান শুরু করলেও গতি ধীর ছিল। কিন্তু টিকা দিলে বিনাম‚ল্যে ডিম দেওয়া হবে এমন প্রস্তাব ও অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর টিকাদান কর্মস‚চী গতি পেয়েছে। বিবিসি জানিয়েছে, চীনের কর্তৃপক্ষগুলো জুলাইয়ের মধ্যে দেশটির ১৪০ কোটি লোকের মধ্যে ৪০ শতাংশকে পুরোপুরি টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে। চীনের জনগণকে নিজেদের তৈরি টিকা দেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে সিনোফার্ম ও সিনোভ্যাক অন্যতম। উভয় টিকারই দুটি করে ডোজ নিতে হয়। কঠোর লকডাউন ও ব্যাপক পরীক্ষার মাধ্যমে ভাইরাসের বিস্তার রোধ করার পর চীনের অনেক নাগরিকই টিকা নেওয়ার তেমন প্রয়োজনীয়তা অনুভব করেননি। পূর্ববর্তী টিকা কেলেঙ্কারির কারণেও কিছু লোক সতর্ক ছিলেন। যাইহোক, এখন টিকা কর্মস‚চীর গতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সর্বশেষ ১০ কোটি টিকা দিতে তাদের মাত্র পাঁচ দিন লেগেছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রাদুর্ভাবের ঘটনাও অনেক চীনাকে টিকা নিতে প্রভাবিত করেছে। প্রদেশটির প্রধান শহর গুয়াংঝুর চিকিৎসকরা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, নতুন এই ধরনটিকে অন্যরকম মনে হচ্ছে এবং এটি উহানে সংক্রমণ ছড়ানো ভাইরাসের ধরনটির চেয়ে বেশি বিপজ্জনক। সংবাদপত্রটিতে দেওয়া উদ্ধৃতিতে গুয়াংঝুর নিকটবর্তী শহর শেনঝেনের এক বাসিন্দা বলেছেন, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে তিনি প্রথমে টিকা নিতে চাননি কিন্তু এখন সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ২৭ বছর বয়সী এই লোক বলেন, “আমি টিকা নিতে চাচ্ছি, কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বেশ কঠিন হয়ে গেছে।” এখন টিকাদান কেন্দ্রগুলোতে প্রণোদনা হিসেবে আর বিনাম‚লে ডিম বা ফ্রি রাইডের ব্যবস্থা করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে অন্যান্য অঞ্চলে এখনও কিছু উপহার দেওয়া হচ্ছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ আনহুইতে টিকা নেওয়া লোকজনে বিনামূল্যে ডিম দেওয়া হচ্ছে আর বেইজিংয়ের অনেক বাসিন্দা উপহার হিসেবে শপিং ভাউচার পেয়েছেন। বিবিসি, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ