মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে এশিয়ার দেশ চীন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এর আগে কোনো দেশ এমন নজির স্থাপন করতে পারেনি। মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটে ১০ তলা একটি আবাসিক ভবন বানিয়েছে ব্রড গ্রুপ নামের চীনের একটি নিমার্ণকারী সংস্থা।
চীনের চাঙ্গশা শহরে এই ১০ তলা বাড়িটি তৈরি করে তাক লাগিয়ে দেয় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটি। সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই পরিকল্পনামাফিক বাড়িটির পুরো কাঠামো তৈরি করা হয়েছিল। সেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে।
কাঠামো আগে থেকেই তৈরি করে রাখার ফলে সময়ও অনেক বেঁচেছে। ফলে এক দিনের চেয়ে পৌনে পাঁচ ঘণ্টা বেশি সময়ের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ভবনটি নির্মাণ করার সঙ্গে সঙ্গে বিদুৎ ও ইন্টারনেট সেবাও প্রদান করা হয়।
এত অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ইউটিউবে ৪ মিনিটি ৫২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ব্রড গ্রুপ লিখেছে, গুণগত মানের কন্টেইনার আকৃতি ও বিশ্ব জুড়ে কম খরচে পরিবহণ। সূত্র : এনডিটিভি, টাইমস নাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।