Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণীকে অফিসে নেয়ার কথা বলে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০২ এএম

বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে বাড়িতে প্রবেশ করে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর বর্তমানে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে ভারতের মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ষোলোঘরিয়া এলাকায়। ভুক্তভোগীর বোন জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে এক যুবক বাড়ি আসে। বাড়ি তখন বাবা-মা এবং বোন ছিল। যুবক জানায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। সে কিছু টাকাও নেয়। এরপর বোনকে জানায়, অফিসিয়াল কিছু কাজের জন্য তার সঙ্গে ক্রান্তি যেতে হবে। কোনো সন্দেহ না করেই যুবকের সঙ্গে বাইকে করে রওনা হয় বোন। কিছুক্ষণ পর যুবক ক্রান্তির দিকে না গিয়ে জঙ্গলের রাস্তার দিকে যায় এবং সেখানে গিয়ে বোনকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। জঙ্গল থেকে কোনো রকম বাড়ি ফিরেছে বোন। তাকে হাসপাতালে ভর্তি করে মালবাজার পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। ভুক্তভোগী জানিয়েছেন, ওই যুবক বাড়িতে মিটার লাগানোর কথা বলে ৫০০ টাকাও নেয়। এরপর কাগজপত্রের কাজের কথা বলে আমাকে নিয়ে বের হয়। তারপরই এই ঘটনা ঘটে। জি-নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ